Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

·        সেবার নাম এবং ধাপ সমূহ:

ভিজিডি কার্যক্রম: 

মহিলা ও শিশু বিষয়ক  মন্ত্রণালয় কর্তৃক সরকারী বরাদ্দ পত্র জারী

বরাদ্দ প্রাপ্তির উপজেলা নির্বাহী অফিসার, ভিজিডি সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি সভা আহবান করবেন।

উপজেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন ভিজিডি কমিটি কতৃক প্রাথমিক তালিকা প্রণয়ন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া।

উপজেলা কমিটি প্রাথমিক তালিকা যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন দেবেন।অনুমোদন দেওয়ার পর চুড়ান্ত তালিকা অনুযায়ী কার্ড প্রস্তুত পূর্বক কার্ড বিতরণ।

উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন ভিজিডি কমিটির সভাপতির বরাবরে খাদ্য বরাদ্দের অনুরোধ পত্র জারী করবেন।

ইউনিয়ন ভিজিডি কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদ্য উত্তোলন পূর্বক উপকারভোগীদের মাঝে সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করবেন।

 

দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা কার্যক্রম:

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বরাদ্দ জারী

বরাদ্দ প্রাপ্তির পর উপজেলা মাতৃত্বকালীন ভাতা প্রদান কার্যক্রমের উপজেলা কমিটির সভা আহবান

উপজেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন  কমিটি ব্যাপক প্রচার করে আবেদন নিবেদন।আবেদন অনুযায়ী প্রাথমিক তালিকা ও আবেদন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দিবেন।

উপজেলা কমিটি প্রাথমিক তালিকা যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন দেবেন।অনুমোদন দেওয়ার পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চুড়ান্ত তালিকা অনুযায়ী কার্ড প্রস্তুত পূর্বক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কার্ড বিতরণ করবেন।

ক্ষুদ্র ঋণ কার্যকম: 

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বরাদ্দ জারী/ঘূর্ণায়মান ঋণ তহবিল হইতে আদায়কৃত ঋণ|

স্বেচ্চাসেবী মহিলা সমিতি সদস্য ও কর্মক্ষম দরিদ্র মহিলাদের নিকট হইতে আবেদন গ্রহণ|

উপজেলা কমিটিতে অনুমোদন

অনুমোদনকৃত ব্যক্তিদের নামে ঋনের চেক বিতরণ:

 

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন: 

সমিতি গঠন পূর্বক নিবন্ধনের জন্য সরকারী কোষাগারে ট্রেজারী চালানের মাধ্যমে 1000/- টাকা জমা দিয়ে মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট আবেদন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সমিতি পরিদর্শন করে ও প্রয়োজনীয় কাগজ পত্রাদি সঠিক থাকিলে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বরাবরে নিবন্ধনের জন্য সুপারিশ করিবেন ।

জেলা মহিলা বিষয় কর্মকর্তা কাগজ পত্রাদি পরীক্ষান্তে নিবন্ধন দিবেন ।

নিবন্ধন হওয়ার তারিখ থেকে দুই বছর পর সরকারী অনুদানের জন্য আবেদন করা যাবে

 

বাল্য বিবাহ প্রতিরোধ: 

বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে  সাথে সাথে অবহিত করা ।

টেলিফোন-0943356090 মোবাইল-01718-289752

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার সহায়তায় বাল্য বিবাহ  প্রতিরোধ করবেন ।