· সেবার নাম এবং ধাপ সমূহ:
ভিজিডি কার্যক্রম:
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক সরকারী বরাদ্দ পত্র জারী |
বরাদ্দ প্রাপ্তির উপজেলা নির্বাহী অফিসার, ভিজিডি সংক্রান্ত উপজেলা কমিটির সভাপতি সভা আহবান করবেন। |
উপজেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন ভিজিডি কমিটি কতৃক প্রাথমিক তালিকা প্রণয়ন করে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দেওয়া। |
উপজেলা কমিটি প্রাথমিক তালিকা যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন দেবেন।অনুমোদন দেওয়ার পর চুড়ান্ত তালিকা অনুযায়ী কার্ড প্রস্তুত পূর্বক কার্ড বিতরণ। |
উপজেলা নির্বাহী অফিসার ইউনিয়ন ভিজিডি কমিটির সভাপতির বরাবরে খাদ্য বরাদ্দের অনুরোধ পত্র জারী করবেন। |
ইউনিয়ন ভিজিডি কমিটির সভাপতি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খাদ্য উত্তোলন পূর্বক উপকারভোগীদের মাঝে সংশ্লিষ্ট ইউনিয়ন ট্যাগ অফিসারের উপস্থিতিতে বিতরণ করবেন। |
দরিদ্র মার জন্য মাতৃত্বকাল ভাতা কার্যক্রম:
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বরাদ্দ জারী |
বরাদ্দ প্রাপ্তির পর উপজেলা মাতৃত্বকালীন ভাতা প্রদান কার্যক্রমের উপজেলা কমিটির সভা আহবান |
উপজেলা কমিটির সভার সিদ্ধান্ত মোতাবেক ইউনিয়ন কমিটি ব্যাপক প্রচার করে আবেদন নিবেদন।আবেদন অনুযায়ী প্রাথমিক তালিকা ও আবেদন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ে জমা দিবেন। |
উপজেলা কমিটি প্রাথমিক তালিকা যাচাই বাছাই করে চুড়ান্ত অনুমোদন দেবেন।অনুমোদন দেওয়ার পর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা চুড়ান্ত তালিকা অনুযায়ী কার্ড প্রস্তুত পূর্বক গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে কার্ড বিতরণ করবেন। |
ক্ষুদ্র ঋণ কার্যকম:
মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক বরাদ্দ জারী/ঘূর্ণায়মান ঋণ তহবিল হইতে আদায়কৃত ঋণ| |
স্বেচ্চাসেবী মহিলা সমিতি সদস্য ও কর্মক্ষম দরিদ্র মহিলাদের নিকট হইতে আবেদন গ্রহণ| |
উপজেলা কমিটিতে অনুমোদন |
অনুমোদনকৃত ব্যক্তিদের নামে ঋনের চেক বিতরণ: |
স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন:
সমিতি গঠন পূর্বক নিবন্ধনের জন্য সরকারী কোষাগারে ট্রেজারী চালানের মাধ্যমে 1000/- টাকা জমা দিয়ে মহিলা বিষয়ক কর্মকর্তার নিকট আবেদন। |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সমিতি পরিদর্শন করে ও প্রয়োজনীয় কাগজ পত্রাদি সঠিক থাকিলে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তার বরাবরে নিবন্ধনের জন্য সুপারিশ করিবেন । |
জেলা মহিলা বিষয় কর্মকর্তা কাগজ পত্রাদি পরীক্ষান্তে নিবন্ধন দিবেন । |
নিবন্ধন হওয়ার তারিখ থেকে দুই বছর পর সরকারী অনুদানের জন্য আবেদন করা যাবে |
বাল্য বিবাহ প্রতিরোধ:
বাল্য বিবাহ প্রতিরোধে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে সাথে সাথে অবহিত করা । টেলিফোন-0943356090 মোবাইল-01718-289752 |
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা উপজেলা নির্বাহী অফিসার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা পাকুন্দিয়া থানার সহায়তায় বাল্য বিবাহ প্রতিরোধ করবেন । |
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS