Wellcome to National Portal
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

ক্র:নং

কার্য্যক্রম

সেবার ধরণ

সেবা গ্রহণকারী ব্যক্তি/সংস্থা

সেবার স্থান

সেবা প্রাপ্তির সময়সীমা

সেবাদানকারী কর্তৃপকক্ষ

মন্তব্য

1

2

3

4

5

6

7

8

01.

বৃত্তিমূলক প্রশিক্ষণ কার্যক্রম

বিভিন্ন ধরণের আয়বর্ধক বৃত্তিমূলক ও ব্যবহারিক প্রশিক্ষণের মাধ্যমে মহিলাদের আত্নকর্মসংস্থানের ব্যবস্থা করা।প্রধান কার্যালয়ে বিভিন্ন ট্রেড প্রশিক্ষণসমূহ এমব্রয়ডারী ও সেলাই প্রশিক্ষণ, উন্নত জাতের হাঁস মুরগী, গবাদী পশু পালন ও পরিবেশ সংরক্ষণ বিষয়ক প্রশিক্ষণ প্রদান।

দেশের দু:স্থ, দরিদ্র নারী

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়,

আবেদনের পর 15-30 দিনের মধ্যে।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

আসন সংখ্যা 30

02.

আর্থসামাজিক উন্নয়ন ও সুরক্ষা কর্মসূচী

ভিজিডি কর্মসূচীর আওতায় দরিদ্র সীমার নীচে বসবাসকারী মহিলাদের খাদ্য নিরাপত্তাসহ প্রশিক্ষণ প্রদান ও আয়বর্ধক কর্মসূচীতে তাদের জড়িতকরণ।এই কার্যক্রমের অধীনে ভিজিডি কার্ডধারী মহিলাদেরকে

ক) দুই বছর ধরে খাদ্য ও আর্থিক সুবিধা প্রদান করা হয়।

খ) আয় বর্ধক সচেতনতা বিষয়ক প্রশিক্ষণ দেয়া হয়।

দারিদ্র পীড়িত ও দু:স্থ গ্রামীণ মহিলা

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

6মাস

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

03.

 

দরিদ্র মা’র জন্য মাতৃত্বকালীন ভাতা কর্মসূচীর অধীনে গ্রামের দরিদ্র গর্ভবতী মায়েদের মাসিক 350/- টাকা হারে দুই বৎসর হারে দুই বৎসর মেয়াদে মাতৃত্বকালীন ভাতা প্রদান করা হয়।এছাড়া সন্তান প্রসবের পর মা ও শিশুর স্বাস্থ্য সেবার ব্যবস্থা করা হয়।

দরিদ্র দু:স্থ, অসহায় বিধবা ও স্বামী পরিত্যক্তা মহিলা

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

2মাস

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

04.

 

ক্ষুদ্রঋন কার্যক্রমের আওতায় দু:স্থ অসহায় ও প্রশিক্ষিত নারীদের আত্নকর্মসস্থানের লক্ষ্যে ক্ষুদ্র ঋণ প্রদান করা হয়।এ কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন কর্মসূচীর আওতায় 1(এক)থেকে 15000(পনের হাজার টাকা পর্যন্ত সহজ শর্তে ঋণ দেওয়া হয়।ঋণ গ্রহীতাদের মূল টাকার সঙ্গে শুধু মাত্র 5% থেকে 10% হারে সার্ভিস চার্জ প্রদান করতে হবে।

কার্যক্রম প্রশিক্ষণ প্রাপ্ত দরিদ্র নারী

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

আবেদন প্রাপ্তির 1(এক) মাসের মধ্যে ঘূর্ণায়মান ঋণ এবং বরাদ্দকৃত ঋন 2 মাসের মধ্যে বিতরণ করা হয়।

 

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

05.

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ

 মহিলা ও  শিশুদের আইনগত সহায়তা প্রদানের লক্ষ্যে জেলা ও উপজেলা পর্যায়ে গঠিত নারী নির্যাতন প্রতিরোধ কমিটি স্থানীয়ভাবে নারী ও শিশু নির্যাতনমূলক অভিযোগের প্রেক্ষিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করে।

নির্যাতিত নারী ও শিশু

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন এবং অবহিত হওয়ার প্রেক্ষিতে তাৎক্ষনিকভাবে সেবা প্রদান।

মহিলা বিষয়ক অধিদপ্তর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা

 

 


 

06.

স্বেচ্ছাসেবী মহিলা সমিতি নিবন্ধন

উন্নয়ণ কর্মসূচীকে আরো ব্যাপৃত এবং মহিলা জনগোষ্ঠির মধ্যে সম্প্রসারণ করার লক্ষ্যে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের নিবন্ধন  প্রদান করা হয়

সক্রিয় স্বেচ্ছাসেবী মহিলা সমিতি

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়

আবেদন প্রাপ্তির 15 দিনের মধ্যে নিবন্ধন

মহিলা বিষয়ক অধিদপ্তর জেলা/উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা।

নিবন্ধনের শর্ত পূরণ সাপেক্ষে।

07.

বাংলাদেশ মহিলা কল্যাণ পরিষদ (বামকপ)

মহিলাদের আত্নকর্মসংস্থান ও উন্নয়নের জন্য মহিলা বিষয়ক অধিদপ্তরে নিবন্ধীত সক্রিয় মহিলা সংগঠন সমূহকে আবেদনের ভিত্তিতে বছরে একবার 5,000/- থেকে 25,000/- টাকা পর্যন্ত আর্থিক অনুদান দেওয়া হয়।এ সকল সমিতির আয়বর্ধক কার্যক্রমের ধরণ ও যোগ্যতা অনুসারে অনুদানের পরিমাণ নির্ধারিত হয়।উল্লেখ্য, প্রতি বছর  প্রতি জেলায় 2টি শেষ্ঠ সমিতিকে 50,000/-(পঞ্চাশ হাজার) টাকা বিশেষ অনুদান প্রদান করা হয়।

নিবন্ধীকৃত মহিলা স্বেচ্ছাসেবী সমিতি

উপজেলা মহিলা বিষয়ক কর্মর্র্তার কার্যালয়।

আবেদনের প্রেক্ষিতে 2 মাসের মধ্যে।

মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা।

 

08.

সচেতনতা বৃদ্ধি এবং জেন্ডার সমতামূলক কার্যক্রম

নারী উন্নয়ণ ও জেন্ডার সমতা আনয়নে বিভিন্ন জন সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ যেমন-জাগরণী পদযাত্রা, যৌতুক ও বাল্যবিবাহ নিরোধে উদ্ধুদ্ধকরণ, এইচ, আইভি(এইডস) প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিসহ নারী অধিকার রক্ষায় CEDEW সনদ বাস্তবায়নসহ বিভিন্ন দিবস পালণ করা হয়।এছাড়া মহিলা উন্নয়ন সমন্বয় সভা সংক্রান্ত সার্বিক কার্যক্রম পরিচালনা, নিয়মিত প্রতিবেদন প্রস্তুত ও বিতরণ করা হয়।আন্তর্জাতিক বিভিন্ন সভার জন্য চাহিত তথ্যদি প্রস্তুত ও বিতরণ।

দেশের সকল জনগোষ্ঠি

প্রধান কার্যালয়, জেলা/ উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।

বছর ব্যাপী ও দিবস অনুযায়ী।

মহিলা বিষয়ক অধিদপ্তর, ঢাকা।